ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেট-৩ আসনের এমপি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহণ করেছে। চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সারাদেশে এক সহ¯্রাধিক কমিউনিটি কিনিক নির্মাণ করা হয়েছে। যেখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ প্রদান করা হচ্ছে। সরকারের এ উদ্যোগ বস্তবায়নে ভূমিদান করে সহযোগিতা করেছেন সমাজে বিত্তবানগণ। সরকারের এই কার্যক্রম বহির্বিশে^ প্রশংসিত হয়েছে। কমিটি কিনিকের কার্যক্রম গতিশীল করতে এলাকার জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯ ফেব্রুয়ারি শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে বলদী কমিউনিটি কিনিকের পুননির্মাণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম এর সভাপতিত্বে ও বলদী কমিউনিটি কিনিকের সিএসসিপি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সহকারী শিক্ষক সাইদুর রহমান জীবন, ওয়ারিছ আলী, শাখাওয়াত হোসেন আকন্দ, সাজিয়া খানম, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, আর.এম.ও ডাঃ মাহবুবুল আলম, এমওডিসি ডাঃ দিলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ইনচার্জ সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক দিপক কুমার দেব, তারেক আহমদ, সেলিম আহমদ মেম্বার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, হাজী জয়নাল আহমদ, ছালিক আহমদ মেম্বার, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মেম্বার, আকবর আলী মেম্বার, ফারুক আহমদ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন, সজ্জাদ মিয়া, মকবুল আলী, আবুল খায়ের সুমন, ইসরাব আলী, উপজেলা যুবলীগ নেতা হুসেন মিনহাজ, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক কারী ফয়সল আলম, যুবলীগ নেতা আকবর হোসেন মুক্তা, লিটন মিয়া, কামরান আহমদ, জলিল আহমদ, কামাল আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ টিপু, ইব্রাহিম আহমদ উজ্জল, মনছুর আহমদ, যুব সংগঠক রুবেল আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech