ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক
ঝড় ওঠার শুরু থেকেই দু’জন নজরবন্দি ছিলেন। দর্শকদের শকুন নজর বল আর ব্যাটে। এই বুঝি আবার আরেকটি চার/ছক্কা হতে চলেছে। হাঁপিয়ে ওটা বলার যেনো হাফ ছেড়ে বাঁচতে চান। একি শুরু করেছেন তারা। বল দিলেই যেনো সেটি হাওয়া দৌঁড়াতে থাকে। দর্শকদের হাততালি আর উলাসের সাথে পালা দিয়ে জেগেছিলেন শেনাজ আর অয়ন। এক ম্যাচে দুজনেরই সংগ্রহ সেঞ্চুরি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরির দেখা মিলে বুধবার। প্রথম সেঞ্চুরির দিন এক সঙ্গে দু’টি সেঞ্চুরি হয়। বীর বিক্রম ইয়ামীন ক্রীড়া চক্রের ব্যাটসম্যান শেনাজ প্রথম সেঞ্চুরি করেন। তার আরেক সতীর্থ তরুণ ক্রিকেটার অয়নও পেয়েছেন সেঞ্চুরির দেখা।
বুধবার সকালে সিলেট স্টেডিয়ামে বীর বিক্রম ইয়ামীন ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামে হোয়াইট মোহামেডান স্পোটিং ক্লাব। আগে ব্যাট করে বীর বিক্রম নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩২১ রান তুলে।
বীর বিক্রমের দুই সেঞ্চুরিয়ান দুর্দান্ত ব্যাট চালিয়েছেন। ১৪০ বলে ১২৭ রান করেছেন তরুণ ব্যাটসম্যান অয়ন। ১৮টি দৃষ্টিনন্দন চারের সঙ্গে ছিলো একটি ছক্কা। শেনাজ করেছেন ১০৮ রান। ৯৪ বলের ইনিংসে তিনি চার হাঁকিয়েছেন ১৪টি, ছক্কা মেরেছেন একটি। এছাড়াও ফরহাদ করেছেন ৪৫ রান।
হোয়াইট মোহামেডানের হয়ে জাহান ৩টি, মিসবাহ ২টি, তুহিন ২টি উইকেট লাভ করেন।
৩২২ রানের টার্গেটে ব্যাট করতে হবে হোয়াইট মোহামেডানকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech