ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার নাজিমগড় ওয়াইল্ডারনেস রিসোর্ট, লালাখাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের বিষন্নতা ও অবসাদ কাটিয়ে মনকে চনমনে করতে সাহায্য করে। তাই খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক প্রশান্তি ও সুস্থতা নিশ্চিত করে। তাই শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন- এডভোকেট সুজিত কুমার বৈদ্য, সিরাজুল হোসেন আহমদ, বাহা উদ্দিন বাহা, সদরুল ইসলাম চৌধুরী, মো. আমিনুল ইসলাম, মো. আজমল হোসেন, মো. জাহাঙ্গীর, মো. খায়রুল আলম, মাজহার, কামাল হোসেন, রতন কুমার দাশ, মো. ইব্রাহিম প্রমুখ। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech