সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করবে সৌদি-ভারত : মোদি

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করবে সৌদি-ভারত : মোদি

ডেস্ক প্রতিবেদন
ভারত সফররত সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘যারা সন্ত্রাসবাদে মদত জোগায়, সেই দেশগুলির ওপর আরও চাপ বাড়াতে রাজি সৌদি আরব। ওই পথ থেকে দেশগুলিকে সরিয়ে নিয়ে আসার জন্য।’কিন্তু একবারও পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি।

ভারত সফরে আসা সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দিতে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী মোদি বলেন, এ ব্যাপারে ভারতের সঙ্গে ঐকমত্য হয়েছে সৌদি আরবের। সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য দেওয়া-নেওয়া করবে দুটি দেশ।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, যৌথ বিবৃতি দেওয়ার সময় এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থায়ীত্ব রক্ষায় যা যা করণীয়, সৌদি আরব তা করতে আগ্রহী। দুটি দেশই চাইছে, কড়া হাতে সন্ত্রাসবাদের মোকাবিলা করে সমুদ্র ও তার লাগোয়া অঞ্চল ও সাইবার দুনিয়ার নিরাপত্তাকে সুনিশ্চিত করা হোক।

মোদি বলেছেন, এভাবেই ভারত ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তুলতে চায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর