ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
দেশপ্রেম ও পারস্পরিক সৌজন্যতা স¤প্রীতি সৃষ্টির জন্য সবাইকে মানসিকভাবে পস্তুত করে তোলার লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখা। ২৩ ফেব্র“য়ারি নগরের মজুমদারী বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও বাসে সচেতনতামুলক স্টিকার লাগানোর বিষয়ে আলোচনায় বসেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। পরে সর্বসম্মতিতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ‘সবাইকে আগে সালাম দিন, সব সময় হাসি মুখে কথা বলুন’ ও ‘নিজের কাজ সবচেয়ে ভালভাবে করাই দেশপ্রেম’ লিখা সম্বলিত স্টিকার দুটো লাগানোর কাজ শুরু করেন তারা। এদিন আম্বরখানা-সাহেব বাজার, আম্বরখানা-ভোলাগঞ্জ, আম্বরখানা-কুমারগাও বাস স্ট্যাণ্ড রুটের প্রায় ৩০০ সিএনজি অটোরিক্সা ও বাসে এসব স্টিকার লাগানো হয়।
এ উপলক্ষে আম্বরখানা শাখার মোমেন্টিয়ার অধ্যাপক শেখ মো. আবদুর রশীদ, প্রো-অর্গানিয়ার আব্দুল হাসিব এ সময় স্থানীয় পরিবহন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় বক্তব্যকালে কোয়ান্টাম নেতৃবৃন্দ বলেন, আমাদের সমৃদ্ধি ও শান্তিময় জীবন যাপনের জন্যে পারস্পরিক সম্প্রীতি, দেশপ্রেম অপরিহার্য এই ম্যাসেজটি আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে হবে। সচেতনতামুলক এ প্রচারণা কাজে পরিবহন মালিক-শ্রমিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার আর্ডেন্টিয়ার ও বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা-সালুটিকর উপপরিষদের সভাপতি মো. আবুল হোসেন খান, সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন নওশাদ প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার ২১জন পুরুষ-মহিলা প্রো-মাস্টার, গ্র্যাজুয়েট, এসোসিয়েট স্টিকার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech