ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রবাসীরা বিদেশের মাটিতে থাকলেও দেশের মানুষের প্রতি রয়েছে তাদের ভালোবাসা-মমত্ববোধ। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভাবনা থেকেই তারা প্রবাসে থেকেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও চেতনা যুব পরিষদের প্রেসিডেন্ট জুলকার নায়েন দীর্ঘ চার মাস পর দেশে আগমন উপলক্ষে চেতনা যুব পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাকালে প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী এ কথা বলেন।
চেতনা যুব পরিষদের ভারপ্রাপ্ত সহ সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠণের সহ সভাপতি রোটারিয়ান আব্দুল মোহিত দিদার, সহ সভাপতি আব্দুস ছোবহান আজাদ, দেলওয়ার হোসেন, সাধরন সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এইচ,এম, হাফিজ কাওছার, অর্থ সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, সহ-অর্থ সম্পাদক আমির উদ্দিন পাভেল, অফিস সম্পাদক তারেক মজুমদার, হাফিজ মো. আমিন উদ্দিন, আনাস হাবিব কলিন্স, মিজানুর রহমান, মো.ফিরোজ আহমদ, আব্দুল ওয়াদুদ, এম.এ.মালেক খান শাফি, এম.এ. মালেক,এ্যাডভোকেট হুমায়ুন কবির শামীম, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মো.আফরুজ হোসেন, ফয়সল মাহমুদ, আসাদুল হক, বুরহান উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech