নগরে অটোরিকশা মুক্তিযোদ্ধা উপ কমিটির মানববন্ধন

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

নগরে অটোরিকশা মুক্তিযোদ্ধা  উপ কমিটির মানববন্ধন

সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ এর অন্তর্ভুক্ত জিন্দাবাজার কোর্ট পয়েন্ট মুক্তিযোদ্ধা উপ-কমিটির সাবেক মেম্বার মো. আকাব মিয়ার উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এবং কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে শিলং তীর খেলা, অসামাজিক কার্যক্রম, মাদক বিক্রি ও সেবন বন্ধের দাবিতে গতকাল রোববার সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি: নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, টুকের বাজার যু সমাজের সমাজের সভাপতি মো. আব্দুল ছালিম, জিন্দাবাজার কোর্ট পয়েন্ট মুক্তিযোদ্ধা উপ-কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক শিবলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ, সদস্য মুরাদ আহমদ, শ্রমিক নেতা রাসেল আহমদ, অফিস সহকারি আছকর আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক আজ নির্যাতিত। প্রতিদিনই কোন না কোন স্বার্থান্বেষী মহল ও দালালরা নিরীহ শ্রমিক নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। নির্যাতিত শ্রমিক নেতাকর্মীরা অপরাধী চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আজ রাজপথে নেমে এসেছেন। সর্বস্তরে অটোরিক্সা শ্রমিক নেতাকর্মীর দাবি নিরীহ শ্রমিক মো. আকাব মিয়ার উপর যেসব সন্ত্রাসী নৃশংস হামলা চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুমারগাও বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসীরা শিলং নামক জোয়ার বোর্ড বসিয়ে যুব সমাজকে অব্যক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। তাছাড়া অসামাজিক কার্যকলাপ চালিয়ে এলাকার ভাবমূর্তি ক্ষুণœ করে যাচ্ছে। এসব বখাটে ও সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ নিগৃহীত হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন। এমতাবস্থায় এসব সন্ত্রাসী ও অপরাধী চক্রের বিরুদ্ধে যথাযথা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান শ্রমিক নেতাকর্মীরা। অন্যাথায় কঠোর কর্মসূচির মাধ্যমে এসব দাবি আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়বেন শ্রমিক নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর