নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে পানিতে ডুবে তৌহিদ মিয়া(৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার করগাও ইউনিয়নে এঘটনা ঘটে। তৌহিদ মিয়া ওই গ্রামের রোমান মিয়ার পুত্র।

জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সবার অগোচরে ঘর থেকে বের হয় তৌহিদ। অনেক্ষণ ঘরে না ফেরাতে পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পুকুরে তার মরদেহ ভেসে উঠলে তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইদ্রিস মিয়া এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ ২৪ খবর