ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
দক্ষিণ সুরমা প্রেসকাব এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসকাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা খাতুন রেখা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী বলেন, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ সুরমার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা দক্ষিণ সুরমা প্রেসকাবের সাংবাদিকদের লিখনির মাধ্যমে ওঠে আসবে বলে আমি বিশ্বাস করি। তিনি তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech