ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
হবিগঞ্জের মাধবপুরে জয়নাল মিয়া(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে এ রায় প্রদান করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ এর বরাত দিয়ে আমাদের মাধবপুর সংবাদদাতা জানান, সোমবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার সায়েদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা আটক করে এর ভিতর থেকে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জয়নাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech