লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯’র ড্র, চ্যারিটি টুর্নামেন্ট পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্লাবের স্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও ইউরোবাংলা’র সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)’র সভাপতিত্বে ও সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক এমএ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আব্দুর রহমান সুজার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আহবাব হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ইন্টারন্যাশনাল ও ইউকে ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে সভাপতি মো. জুলাহাস আহমদ চৌধুরী, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, ইউকে ক্যারাম ফেডারেশন ক্লাব সভাপতি নজরুল ইসলাম কয়েস, সাউন্ডটেকের সহ-সভাপতি নজরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন- ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন, ব্রিটেনের কৃতি ক্যারাম খেলোয়াড়সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা।

আগত অতিথিরা সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অতীতের সকল টুর্নামেন্টের সফলতার ভ‚য়সী প্রশংসা করে বলেন, ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরবোজ্জল ইতিহাস সৃষ্টি করেছে। বিগত দিনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত প্রতিটি টুর্নামেন্ট সুন্দর, সফল ও উন্নতমানের হওয়ায় খেলার জগতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ১৯৯৭ সালে ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যারাম ক্লাব। আজ সারা ব্রিটেন জুড়ে বিস্তৃত। ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যাশা করেন অতিথিবৃন্দ। সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯ টুর্নামেন্টে সর্বমোট (সিঙ্গেল টুর্নামেন্টে) ৪০টি টিম অংশগ্রহণ করবে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে খেলোয়াড়বৃন্দ অংশ গ্রহণ করবেন।

এদিকে অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশীদেরকে শিকড়ের সাথে সম্পৃক্ত রাখতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজনে বিশেষ অবদান রাখায় গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সহ-সভাপতি মো. দিলওয়ার হোসেন সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অতিথিবৃন্দ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর