হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদন
হবিগঞ্জে বজ্রপাতে হবিগঞ্জ সদরে এক কৃষক ও বানিয়াচং উপজেলায় এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। এঘটনায় আরো তিনজন গরুতর আহত হয়েছেন স্থানীয় সংবাদ সূত্রে জানাগেছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা ও বানিয়াচং উপজেলায় এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর কন্যা সালমা আক্তার (৮)।

একই ঘটনায় তোরাব আলী (৩০), কিতাব আলী (২৫) ও করম আলী (২২) নামের তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, সকালে কৃষক ডেঙ্গু মিয়া তার তিন ছেলেকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তাঁর তিন ছেলে গুরুতর আহত হয়েছেন।

এদিকে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা আক্তার(৮) নামে এক শিশু খলায় (ধান তুলার মাঠ) খেলা করছিল। এসময় বজ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ ২৪ খবর