বিয়ানীবাজার ইয়ুথ সোসাইটি অব জর্জিয়া’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯

বিয়ানীবাজার ইয়ুথ সোসাইটি অব জর্জিয়া’র আত্মপ্রকাশ

বিয়ানীবাজার ইয়ুথ সোসাইটি অব জর্জিয়া’র আত্মপ্রকাশ ঘটেছে। জর্জিয়াতে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মাঝে ঐক্যস্থাপন, প্রবাসের ভবিষ্যত প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে অবহিত করণ ও স্বদেশের বিয়ানীবাজার উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা করার উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করা হয়।

যুক্তরাষ্ট্রস্থ জর্জিয়াতে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজারের সকলের উপস্থিতিতে গঠন হওয়া বহু প্রত্যাশিত সমাজ সেবামূলক সামাজিক সংগঠন ‘বিয়ানীবাজার ইয়ুথ সোসাইটি অব জর্জিয়া’র সভাপতি হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন।

আবুল হাসানকে সহসভাপতি ও জাহেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কোষাধক্ষ সাব্বির আহমদ, ক্রীড়া সম্পাদক আবু তারেক, সহ ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ, সহ প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সংস্কৃতি সম্পাদক হোসেন আহমদ, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম, সহ আপ্যায়ন সম্পাদক নাছির আহমদ।

যাত্রালগ্নে নতুন কমিটির পক্ষ থেকে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর