বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখা’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত কানাইঘাটের দিদার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখা’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত কানাইঘাটের দিদার

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটের সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সকল সদস্যদের সর্ব সম্মতিতে দিদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার প্যারিসের স্থানীয় সময় বিকেল ২টায় একটি অভিজাত হোটেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সভাপতি শাহজাহান শাহী সভাপতিত্ব করেন।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন।

এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক স্বাগত বক্তব্যে বলেন, প্রবাসীদের কল্যাণে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখা কাজ করবে। প্রবাসীদের কল্যাণে সংগঠনটি যেকোন সময় এগিয়ে আসবে।

এদিকে কানাইঘাটের সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার বঙ্গবন্ধু ফাউন্ডেশনফ্রান্স শাখা’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাটের সচেতনমহল। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর