ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জিম্বাবুয়ের বিপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে চায়ের শহর সিলেট পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার বাংলাদেশ বিমান যোগে সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীন টার্মিনালে অবতরণ করেন স্টিভ রোডস ও তার শিষ্যরা।
একই বিমানে সেখান থেকে দুপুর সোয়া ১২টায় রওনা হয়ে দুপুর ১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের দল।বিষয়টি সংবাদ মাধ্যদমাধ্যমকে জানিয়েছে বিসিবি সূত্র।
সিলেট পৌঁছে ৬ দিনের অনুশীলন শেষে আগামী ৩-৭ নবেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি গড়াবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে মাশরাফি বাহিনী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech