ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৯
সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে আওয়ামী লীগ সরকারকে বারবার নির্বাচিত করতে হবে। বাংলাদেশ সত্যি একদিন মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হবে।
তিনি বলেন, এ সরকার প্রবাসীবান্ধব সরকার। আপনাদের সকল কষ্ট দূর করতে কাজ করছে সরকার। অনেকটা দূর হয়েছেও। বাকিটা পর্যায়ক্রমে দূর হবার প্রতিশ্রæতি ব্যক্ত করেন তিনি। এ জন্য তিনি সকল প্রবাসীদেরও সহযোগিতা কামনা করেন।
এমপি মানিক শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহে স্থানীয় একটি হোটেলে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও জয়নুল হক লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান, অধ্যাপক আব্দুস সবুর, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, কালারুকা ইউপি চেয়ারম্যান ওদুদ আলম, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন হ আরো অনেকে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সেলিম উদ্দীন চৌধুরী, গিতি কবি আজাদ লালন, কাছা উদ্দীন কাছা, রহমত আলী সোয়েব, আবুল কাশেম, দেলোয়ার হোসেন চৌধুরী, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, আবদুল মতিন, জাকির আহমেদ, লায়েছ আহমেদ, আবদুল হক, শাহিন আহমেদ, কয়ছল আহমেদ, শফিকুল হক, তাইজুর রহমান, কাছন আলী, আনোয়ার হোসেন, জসিম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে ছাতক দোয়ারাবাজার প্রবাসীদের ঢল নামে। প্রবাসীরা তাঁদের নিজ আসনের এমপিকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech