ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
জয়নাল আবেদীন আজাদ, কাতার থেকে
কাতারে বসবাসরত মৌলভীবাজার জেলার বড়লেখা সুজানগর এলাকাবাসীদের আঞ্চলিক সংগঠন সুজানগর ফাউন্ডেশন কাতার এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘রামাদ্বানের তাৎপর্য-শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ সম্পন্ন হয়েছে।
গতকাল কাতারের রাজধানী দোহার আল আসমাকস এর নিউ আল জামান হোটেল এর হলরুমে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের (এডমিন) সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা আব্দুল কাদির সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ছাদিক মিয়া, এনামুজ্জামান এনাম, হাজ্বী রজব উদ্দিন, জামাল আহমেদ, শরিফুল হক সাজু, লোকমান হোসেন, জাকারিয়া আহমেদ, আব্দুল হক, সেবুল আহমেদ, আব্দুল রাজ্জাক।
এছাড়া মাহফিলে ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের শেষ পর্যায়ে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech