ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়িদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সূত্র।
বৃহস্পতিবার (১৬ মে) সকালের দিকে শায়েস্তাগঞ্জের শহরের দাউদনগর বাজরের হাজী কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাকের্টের নৈশপ্রহরী আব্দুল মজিদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ সূত্র জানায়, সকালে বিকটশব্দে মজিদের ঘুম ভাঙে। জেগে দেখেন মার্কেটে আগুন। পরে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজী কমপ্লেক্সের মালিকের ছেলে হাবিবুর রহমান সৌরভ জানান, মার্কেটের কাপড়ের দোকানগুলোতে ঈদের জন্য কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে সিকদার পয়েন্টের ৭০ লক্ষ টাকা, আলিফ ক্লথ স্টোরের ৬০ লক্ষ, বেবি চয়েজে ৩০ লক্ষ, শামীম টেলিকমে ৫ লক্ষ, আল আমিন ওয়াচে ৫০ হাজার, শাপলা ইলেক্ট্রনিক্সে ১ লক্ষ টাকার মালামালের পুড়ে ক্ষতি হয়েছে।
শাপলা ক্লথ স্টোরের সেল্সম্যান রুস্তম আলী বলেন, ‘ঈদের জন্য গত দুইদিন ৩০ লাখ টাকার মাল দোকানে তোলা হয়। আগুনে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
মার্কেটের মালিক হাজী জিতু মিয়া জানান, ‘আগুনে মার্কেটের সার্টার, ছাদ, আসবাপত্রের প্রায় ১০-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধারণা করা হচ্ছে বেবি চয়েজ অথবা শামীম টেলিকমের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
তিনি বলেন- ‘আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে, ৩ কোটি টাকার মত মালামাল উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech