ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
বাহুবল সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবলে পুলিশের অভিযানে ৭ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলায় পূর্ব রূপশংকর গ্রামের ফারুক মিয়ার দুই ছেলে জসিম উদ্দিন ও সোহেল মিয়া এবং স্ত্রী পেয়ারা খাতুন, জিআর মামলায় দক্ষিণ স্নানঘাট গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র শাহজাহান মিয়া এবং সাটিয়াজুরী বাজারের চুরির মামলায় রাজেন্দ্রপুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মাসুক মিয়া, মৃত আব্দুল মজিদের ছেলে মকছুদ আলী ও দাসপাড়া গ্রামের মৃত আকবর উল্লাহর ছেলে কুতুব আলীকে গ্রেফতার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত আসামিদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech