ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নারীসহ হবিগঞ্জের তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার বিজয়নগরস্থ ইসলামপুর ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুই সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুরের মৃত মহেজ উদ্দিনের ছেলে বিল্লাল উদ্দিন (৭০), একই এলাকার আবু তাহের ও শান্তা সাহা। নিহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া আসছিলো। পথে অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের ইসলামপুর ইউনিয়নের বীরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বিল্লাল মিয়া মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু তাহের ও শান্তা সাহা।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহযোগী পলাতক রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech