ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুরস্কার হিসেবে তিনি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র প্রাপ্য হবেন।
সারাদেশের বিভাগীয় কমিশনারদের মধ্যে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। গত ২৬ মে মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে। সকল মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech