ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ১, ২০১৯
হবিগঞ্জ সংবাদদাতা
আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জুন) নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউআরসি ভবনে মনোনয়ন পত্র সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সদস্য তোফাজ্জল হকের সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি,প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব,উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী,গনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর আক্তার চৌধুরী, নোয়াগাঁও(২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা চন্দ্র দাশ, গুজাখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ দাস তালুকদার, বাশডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন দে।
এসময় নির্বাচন কমিশন এবং আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনে বিভিন্ন পদে ৩৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী (১৮ জুন) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ। (১৯জুন) যাচাই-বাচাই। (২০জুন) প্রত্যাহার এবং ২৮জুন অনুষ্ঠিত হবে নির্বাচন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech