ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
খাদ্য প্রতিষ্ঠান ‘বনফুল’-এ মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ‘বনফুল’সহ আরো দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
ভোক্তা অধিকার আইন-২০০৯ এ পরিচালিত এ অভিযানে ‘বনফুল’ বন্দরবাজার শাখায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মূল্য তালিকা না থাকায় ইত্যাদি পোল্ট্রি ফার্মকে দুই হাজার ও সুমন পোল্ট্রি ফার্মকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বন্দরবাজারের মাছবাজারও পরিদর্শন করেন।
অভিযানে সহযোগিতা করেন বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech