ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরীর পূর্বশাপলাবাগ থেকে ২যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পূর্ব শাপলাবাগের আনা মিয়ার ছেলে সাব্বির আহমদ সাহান (২১) ও জগন্নাথপুরের রানীগঞ্জের পাইলগাঁওয়ের আব্দুল কাইয়ুমের ছেলের দেলোয়ার হোসেন (১৮)। তাদের কাছ থেকে ১টি খেলনাপিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহপরান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এসএসপি’র অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার এ তথ্য দিয়েছেন।
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, খেলনার পিস্তলে গুলি না ফুটলেও গুলি রাখার দায়ে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech