চারুলতা আর্ট স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

চারুলতা আর্ট স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সিলেটের চারুকলা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান চারুলতা আর্ট স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে নগরীর কদমতলিস্থ চারুলতা আর্ট স্কুলের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক কবি খালেদ উদ-দীন।
বক্তব্যে তিনি বলেন, মানুষের অনেক ভাষা আছে কিন্তু, চিত্রশিল্পের ভাষা সর্বজনীন। সৃজনশীল ভাবনা প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো এ জগৎ। তাই চিত্রশিল্পের চর্চায় মনোযোগী হলে বিশ্বের সর্বত্ব নিজের ভাবনা প্রকাশ করা যায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এখন নবীন। আগামী দিনে তোমরাই আমাদের দেশের নেতৃত্ব দিবে। তাই তোমাদের মনোযোগী হয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানের পরিচালক পর্ণা মণি ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক ও অর্ধ-বার্ষিক পরীক্ষায় বিজয়ীদের হাতে পুরষ্কার তলে দেয়া হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর