মহিলার মামলায় এমপি কয়েছের বিরুদ্ধে সমন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮

মহিলার মামলায় এমপি কয়েছের বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদন
এক মহিলার মামলায় সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। জেলা ও দায়রা জজ, আদালত সিলেট ২২ অক্টোবর সমন জারি করেন। এ সমনে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় আদালতে নিজে হাজির বা নিযুক্তিয় আইনজীবির মাধ্যমে তার বিরুদ্ধে আরোপিত অভিযোগের ব্যাপারে কোন আপত্তি থাকলে তা দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

হত্যার হুমকি, মানহানী ঘটনার বিচারে চেয়ে সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছের বিরুদ্ধে গত ৩ অক্টোবর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট-৫ আদালতের অভিযোগ দায়ের করেন সাবেক এক ছাত্রলীগ নেতার মা মনোয়ারা বেগম। যা ফেঞ্চুগঞ্জ সি.আর মামলা নং ৮১/১৮। মামলার পর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ওইদিনই মামলাটি খারিজ করে দেন।

এর আদেশের বিরুদ্ধে ফৌজদারী রিভিশন মামলা নং ২৪৩ / ২০১৮ দায়ের করেন বাদী মনোয়ারা বেগম। এ রিভিশন মামলায় আদালত এমপি কয়েসের বিরুদ্ধে সমন জারি করলে আজ বৃহস্পতিবার তার আদালতে হাজির হওয়ার কথা। তবে স্বশরীরে হাজির না হয়ে উকিল হাজিরা দিতে পারবেন বলে আদালত সূত্র জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর