বিজ্ঞান অলিম্পিয়াড সিলেট অঞ্চলে প্রথম সাগ্নিক

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

বিজ্ঞান অলিম্পিয়াড সিলেট অঞ্চলে প্রথম সাগ্নিক

৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০১৯ এর সিলেট অঞ্চলে প্রাথমিক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মেধালয় স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সাগ্নিক তালুকদার মহি। এ ব্যাপারে মেধালয় স্কুলের অধ্যক্ষ বিদ্যুৎ কান্তি দাশ বলেন, সাগ্নিক তালুকদার মহি অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র। পাঠ্য বইয়ের পাশাপাশি প্রচুর বই পড়ার অভ্যাস রয়েছে তার। যার ফলশ্রুতিতে তার এই সাফল্য। মহির এই সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মেধালয় স্কুলের চেয়ারম্যান শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। আশাকরি মহি তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।
সাগ্নিক তালুকদার মহির বাবা মিহির কান্তি তালুকদার ও মা রূপা রায় নগরীর কালীবাড়ির এলাকার বাসিন্দা।
গত শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ে ‘আল আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০১৯’-এর আঞ্চলিক পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ২৩ আগস্ট শুক্রবার জাতীয় পর্যায়ে চূূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এতে সাগ্নিক তালুকদার মহিসহ সিলেটের আটজন প্রতিযোগী অংশ নিবে। প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর