রবীন্দ্র-নজরুল স্মরণে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

রবীন্দ্র-নজরুল স্মরণে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

রবীন্দ্র-নজরুল স্মরণে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। এর আগে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা তানজীন ও অর্চিতা ভট্টাচার্যের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী থেকে আলোচনা করেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মমতাজ বেগম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) নুসরাত হক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ইশতিয়াক হোসেন মুনশী, সার্বিক সহযোগিতা করেন দেবশ্রী দাস, কথামালায় ছিলেন সৈয়দা আছিয়া খাতুন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর