আঞ্জুমানে তা’লীমুল কুরআন বালাগঞ্জ উপজেলা শাখা গঠন : সভাপতি নোমান, সম্পাদক মীম হুসাইন

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বালাগঞ্জ উপজেলা শাখা গঠন : সভাপতি নোমান, সম্পাদক মীম হুসাইন

বালাগঞ্জ প্রতিনিধি
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) জামেয়া ইসলামিয়া ফিরুজাবাগ বালাগঞ্জ ও ফুযালা সমাবেশে এ শাখা গঠন করা হয়। এতে সভাপতি মাওলানা কারী নোমানুল হক চৌধুরী, সাধারণ সাধারণ সম্পাদক মাওলানা কারী কবি মীম হুসাইন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী মনিরুল ইসলাম মনোনীত হন।
আঞ্জুমানের বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কারী আব্দুল মালিকের সভাপতিত্বে ও মাওলানা কারী নোমানুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত ফুযালা সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হক নোমানী।
বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী হাফিজুর রহমান ও আঞ্জুমানের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী হুসাইন আহমদ মিসবাহ।
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলার মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি মাওলানা কারী মুহিবুর রহমান, মাওলানা সাদ উদ্দিন, মাওলানা কারী ফয়েজ আহমদ মাওলানা কারী মিছবাহ উদ্দিন মিছলু, মাওলামা কারী আব্দুশ শহীদ, মাওলানা কারী মু. ফজলে হক, মাওলানা কারী সাদ উদ্দিন।
সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী সাফওয়ানুল হক চৌধুরী, মাওলানা কারী লুৎফুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী মুহিবুর রহমান মাওলানা কারী শিব্বির আহমদ।
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী রুহুল আমীন নিজাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী মাসহুদ শিকদারঅর্থ সম্পাদক মাওলানা কারী যিয়া চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মাওলানা কারী আব্দুল মুকিত রতনপুরী, কারী আব্দুর রশিদ প্রচার সম্পাদক কারী গোলাম কিবরিয়া সহ-প্রচার মাওলানা কারী রাকিবুল হাসান।
দফতর সম্পাদক মাওলানা কারী ইমরানুল হক, সহ-দফতর সম্পাদক কারী সাজিদুল হক।
মহিলা বিষয়ক সম্পাদিকা আলেমা কারীয়া রুম্মানা ফাতেমা চৌধুরী।
নির্বাহী সদস্য মাওলানা কারী হুসাইন আহমদ আওলাদ হুসাইন আহমদ আওলাদ, , মাওলানা কারী ফখরুল ইসলাম, মাওলানা কারী হাফিজুর রহমান, কারী মনিরুজ্জামান কামরান, কারী হুসাইন আহমদ জিতু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর