ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশম্ভরপুরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাত অনুমান সোয়া ৭ টার সময় ব্যবসায়িক কাজে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মমিন বাজার সংলগ্ন পুইট্টা গ্রামস্থ মাদ্রাসার পাশে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে আক্রমণ করে। এসময় মোটরসাইকেল যোগে ব্যবসায়িকে ছুরিকাঘাত করে সাথে থাকা নগদ ১২ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারী বিভাগে ভর্তি করেন।
ভুক্তভোগী ব্যবসায়ির নাম হাদী উজ্জামান (৩৫)। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি রওশন আলীর ছেলে।
আহত ব্যবসায়ী হাদী-উজ্জামান জানান, রোববার দুপুর ১টায় ব্র্যাক ব্যাংক থেকে নগদ ১২ লক্ষ টাকা উত্তোলন করে সুনামগঞ্জ হতে তাহিরপুর বিন্নকুলি যাওয়ার পথে বিশ্বম্ভরপুর পুইট্টা গ্রামস্থ মাদ্রাসার পাশেই ছিনতাইকারী এন্তাজুল (২৯) ও জিএম (২৪) মোটরসাইকেল নিয়ে আমার পথরোধ করে ছুরিকাঘাত করে ব্যাগে থাকা নগদ ১২ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সুনামগঞ্জে আসার পথে আমি বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছ মিয়াকে ঘটনার বিষয়ে জানিয়েছি।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোকলেছ মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech