বালাগঞ্জে সম্মিলিত উলামা পরিষদ পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সাধারণ সভা

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

বালাগঞ্জে সম্মিলিত উলামা পরিষদ পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সাধারণ সভা

বালাগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় সম্মিলিত উলামা পরিষদ পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়ের্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) হামছাপুর রশিদপুর নূরুল উলুম মাদ্রাসায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এনামুল হকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদ বালাগঞ্জের সহ-সভাপতি মাওলানা আবদুল মালিক, সেক্রেটারী মুফতী আনোয়ার হুসাইন শরিয়তপুরী।
সভায় অতিথিরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন ও সংগঠন সম্পর্কে সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্ব পৈলনপুর ইউনিয়নের সহ-সভাপতি মুফতী আলী আহমদ নোমান, সহ-সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, সহ-সেক্রেটারী মাওলানা জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মইনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জাবেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা কয়েস আহমদ, বালাগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ সহ ইউনিয়নের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর