ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় সম্মিলিত উলামা পরিষদ পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়ের্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) হামছাপুর রশিদপুর নূরুল উলুম মাদ্রাসায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এনামুল হকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদ বালাগঞ্জের সহ-সভাপতি মাওলানা আবদুল মালিক, সেক্রেটারী মুফতী আনোয়ার হুসাইন শরিয়তপুরী।
সভায় অতিথিরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন ও সংগঠন সম্পর্কে সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্ব পৈলনপুর ইউনিয়নের সহ-সভাপতি মুফতী আলী আহমদ নোমান, সহ-সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, সহ-সেক্রেটারী মাওলানা জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মইনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জাবেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা কয়েস আহমদ, বালাগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ সহ ইউনিয়নের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech