ঢাকা ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে নাশকতাসহ দুটি মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠিয়েছে।
আদালতে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়। গত শুক্রবার (১১ এপ্রিল)রাতে উপজেলার চেচানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছাতক থানা পুলিশ।
সে উপজেলার চৌকা গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, জবর দখল, নদী-বিল দখল ও সরকারি নলকুপ দেয়ার কথা বলে বিভিন্ন গ্রামে শতাধিক মানুষের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাকে পূর্বের দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হবে বলে নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক সিকন্দর আলী।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুখলেছুর রহমান আকন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার তজম্মুল হক রিপনকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে প্রেরন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech