ঢাকা ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক লিমিটেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানটি একযোগে সারা বাংলাদেশের ১০৪টি শাখায় ও সাবসিডিয়ারি এবং মুম্বাই শাখায় ব্যাংকের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
রবিবার (১৩ এপ্রিল) সিলেটের ওসমানীনগর উপজেলার প্রচীনতম তাজপুর শাখায় এবি ব্যাংক লিমিটেডে পিএলসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, সহ-শাখা ব্যবস্থাপক সাবিকুল ইসলাম, প্রবীন গ্রাহক মকবুল আলী, নেফা মিয়া, কামাল আহমদ, মোক্তার আহমদ, তাজুল হক, ‘দৈনিক আমার দেশ’ ওসমানীনগর উপজেলা প্রতিনিধি সাইফুর এম রেফুল, ‘দৈনিক যায়যায়দিন’ ওসমানীনগর উপজেলা প্রতিনিধি হারুন রশিদসহ আরো অনেকেই।
কেক কাটা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন তাজপুর কদমতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলা উদ্দিন আল হাদি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech