ঢাকা ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে পুর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে আব্দুল্লাহ ফাউন্ডেশন।
রবিবার(১৩ এপ্রিল) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাদের যে-কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনসার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি আজমল আহমদ, পুর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও পুর্ব বীরগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাঁচিত আহমেদ, মনাই আহমেদ, দুলেন আহমেদ, আমির হোসেনসহ আরও অনেকে।
আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি আজমল আহমেদ বলেন, আমরা ইতিমধ্যে পুড়ে যাওয়া ১০টি পরিবারের সাথে সাক্ষাত করেছি এবং তাদের কিছু সহায়তা করেছি। সামনে যেনো আরো বেশি কিছু করতে পারি সেই চিন্তাভাবনা করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech