বিশ্বনাথে নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

বিশ্বনাথে নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

বিশ্বনাথ প্রতিনিধি
‘১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন’র লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে ‘পহেলা বৈশাখ’কে বরণ করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রঞ্জন রায়, থানা অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা কিশোরী মোহন মন্ডল, বিশ্বনাথ প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্রামুল ইসলাম।
পহেলা বৈশাখ পালনের দুই দু’দিনের কর্মসূচিগুলো হল- ১৩ এপ্রিল (রোববার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। ১৪ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় ‘১৪৩২ বাংলা নববর্ষ’ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাড়ে ৯টায় ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ‘লোকজ মেলা’ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরপর সুবিধা মতো সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন। এছাড়াও স্ব-স্ব ইউনিয়ন পর্যায়ে বৈশাখী শোভাযাত্রা’সহ বাংলা নববর্ষ উদযাপনের সচিত্র প্রতিবেদন প্রেরণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর