ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের রামেশ্বর গ্রামে বিশ্বশান্তি ও সর্বমঙ্গল কামনায় অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব।
স্বর্গীয় সুরেন্দ্র চন্দ্র নাথ মহাশয়ের বাড়িতে ধর্মপ্রাণ ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় এবং স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় এই মহোৎসব।
শনিবার (০৫ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে জৈন্তাপুর ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি এবং শ্রীকৃষ্ণের লীলাবর্ণনায় মুখর ছিল পুরো এলাকা। উৎসবের পরিবেশ ছিল অত্যন্ত ভক্তিময় ও আনন্দঘন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “এই সংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি ও মানবতার মিলনমেলা।”
অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও ধর্মীয় গ্রন্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা এই আয়োজন সফলভাবে সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এই আয়োজন ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের এক অপূর্ব সমন্বয়—এমনটাই মনে করছেন ভক্ত ও স্থানীয়রা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech