ছাতকে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

ছাতকে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে সেনা টহল দল।
জানা যায়, শুক্রবার রাতে ছাতক ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে একটি সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও এলাকার আছকন্দর আলীর ছেলে মো. তুরন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তুরন মিয়া। পরে তার ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র, নগদ ১ লাখ ৭ হাজার ৮শ’ টাকা, ৩টি ছুরি, ১টি ল্যাপটপ, ১টি বাইনোকুলার, ৩টি বাটন মোবাইল, ১৩টি এটিএমকার্ড, ২টি পাসপোর্ট, ১টি মাটুল, ৫টি রামদা, ২টি টেটা।
মেজর আল জাবির মোহাম্মদ আসিফ বলেন, গতকাল শনিবার সকালে অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, টাকা ও মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অস্ত্র বাজদের উপজেলায় জায়গা হবে না। অস্ত্র উদ্ধরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর