ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় রাফায় ইসরাইল কতৃক বর্বর গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহমদ এর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইসমাঈল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি গাজী মাসুদুর রহমান খান, ইসলামী আন্দোলনের সহ সভাপতি মহি উদ্দিন আল মামুন, সাধারণ সম্পাদক আবু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন মিলন, গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মাহমুদ,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি সোহরাব হোসাইন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, যুব আন্দোলনের সহ সভাপতি হাফেজ ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধ করতে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মাধ্যমে জাতিসংঘের কাছে এ বার্তা পাঠানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ইসরাইলের সকল পণ্য বয়কট করতে সকলকে আহ্বান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর