কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় মেজবান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি হাজী মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাজী আবু আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পূর্ণাঙ্গ কমিটির শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি এবং সিলেট-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মুফতি সাঈদ আহমদ।
এতে সভাপতি হাজী মুহাম্মদ ইসমাঈল, সহ-সভাপতি মহিউদ্দিন আল মামুন,সহ-সভাপতি হাঃ মাওঃ আব্দুল মান্নান,সহ-সভাপতি হাজী আব্দুল আউয়াল, সেক্রেটারী, হাজী আবু আহমদ,জয়েন্ট সেক্রেটারী, মঈন উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক মুফতী আনোয়ার শাহ্ কোম্পানীগঞ্জী,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক, ক্বারী মাওঃ উমর আলী (সোহেল),দফতর সম্পাদক হাফিজ বিলাল আহমদ ইমরান
অর্থ ও প্রকাশনা সম্পাদক হাঃ মাওঃ ইমতিয়াজ উদ্দিন সহ ৩৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর