এনসিপির ইফতারে মারামারি
শুনানি না হওয়ায় শ্রীঘরে, অতঃপর জামিন

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>এনসিপির ইফতারে মারামারি</span> <br/> শুনানি না হওয়ায় শ্রীঘরে, অতঃপর জামিন

নিজস্ব প্রতিবেদক
রবিবার সকালে শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে শ্রীঘরে পাঠানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনকে। কিন্তু বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান শান্ত। ওই মামলায় রোববার ভোরে মহানগরের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। গ্রেফতারকৃত আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।
আসামিপক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, দুপুরে একটি মামলায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনকে সিলেট আদালতে হাজির করা হয়। শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকালে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক আসামী আক্তারের জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়ায় আসামীর আর মুক্তি পেতে কোন বাধা নেই।
প্রসঙ্গত, শনিবার বিকালে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর