বড়দল দক্ষিণ ইউনিয়নে জামায়াতের ইফতার

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

বড়দল দক্ষিণ ইউনিয়নে জামায়াতের ইফতার

তাহিরপুর প্রতিনিধি
বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুন হাটি জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে ইউনিয়ন সভাপতি আব্দুল বারীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আমির সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
ইফতার মাহফিল সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রোকন উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান দুলাল।
অন্যান্যদের মধ্যেই বক্তব্য রাখেন- দক্ষিণ বড়দল ইউনিয়নের বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোঃ মুছায়েল আহমদ, জামায়াতের ইউনিট সভাপতি মাওলানা বেলাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অশান্তি সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে প্রত্যেকটি জায়গায় খোদাভীরু, মুত্বাক্বি লোকদেরকে ওই স্থানে বসাতে হবে, কুরআনের আইন সর্বত্রই বিরাজমান রাখতে হবে, তাহলেই শান্তি ফিরে আসবে সমাজে, রাষ্ট্রে। এজন্যই প্রয়োজন সৎ সাহস ও সততা। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গতানুগতিক ধারার পরিবর্তন ঘটাতে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর