ঢাকা ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখায় অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ১০নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির রাঙ্গাউটি গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী অনি ওই গ্রামের জুতিস বিশ্বাসের মেয়ে।
জানা যায়, পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত ৮টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে, যা বিষপানের ইঙ্গিত দেয়।
এ বিষয়ে জুড়ী থানার এসআই সুধীপ্ত সূত্রধর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের পর কারণ জানা যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech