বড়লেখায় ওয়ারিয়র্সের বার্ষিক সভা ও ইফতার

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বড়লেখায় ওয়ারিয়র্সের বার্ষিক সভা ও ইফতার

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বড়লেখা ওয়ারিয়র্সের উদ্যোগে বাৎসরিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বড়লেখা ইয়াম্মী প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এ সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা ওয়ারিয়র্স-এর সদ্য সাবেক সভাপতি ও কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বড়লেখা ওয়ারিয়র্সের উপদেষ্টা রেজাউল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুনু, সংগঠনের উপদেষ্টা কামরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য বাবু রবীন্দ্র দত্ত রন্টু, স্থায়ী কমিটির সদস্য আশফাক আহমদ অনিক, রাসেল আহমদ প্রমুখ।
সভায় আশফাক আহমদ অনিককে সভাপতি ও রাসেল আহমদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এ সময় স্থায়ী কমিটিতে দুইজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়, তারা হলেন সাইফুল আলম কাওছার ও শরফ উদ্দিন।
অনুষ্ঠানে বড়লেখা ওয়ারিয়র্সের তিনজন সদস্যকে কোয়াব বড়লেখা উপজেলা শাখায় মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—মো. ফরহাদ হোসেন, রাসেল আহমদ ও মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল ইসলাম মিন্টু বলেন, বড়লেখা ওয়ারিয়র্স অতীতে উল্লেখযোগ্য কাজ করে নজর কেড়েছে। যেকোনো সংগঠনের খারাপ সময় আসতে পারে, তবে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। নবগঠিত কমিটির সদস্যরা মেধাবী ও যোগ্য। আমার প্রত্যাশা, সংগঠনটি আরও সফলতার সাথে এগিয়ে যাবে। বিশেষ করে দরিদ্র ও মানবিক কার্যক্রমে সংগঠনটি সম্পৃক্ত হলে আমি সর্বদা পাশে থাকবো।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষক লুৎফুর রহমান চুনু বলেন, এই সংগঠন কেবল ক্রীড়া সংগঠন নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অতীতে মানবিক কার্যক্রমের রেকর্ড রয়েছে, এবার সেই রেকর্ড ভেঙে আরও বেশি সামাজিক উন্নয়নমূলক কাজ করবে—এটাই প্রত্যাশা। নবগঠিত কমিটির প্রতি রইলো শুভেচ্ছা।
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি রেজাউল ইসলাম মিন্টু।

সর্বশেষ ২৪ খবর