চিকনাগুল ইউনিয়নে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

চিকনাগুল ইউনিয়নে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি
‘আর্তমানবতার কল্যাণে’ স্লোগানে নিয়ে চিকনাগুল ইউনিয়নে কাজ করে যাচ্ছে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন। রবিবার (২৩ মার্চ) বেলা ২টায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তিয়া প্রবেশ গেইটস্থ ঘাটেরচটি ও ঠাকুরের মাটি যুবসমাজের কার্যালয়ে এই মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাহতাব আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ৭-৮ ও ৯ নং ওয়ার্ডের ৪০ টি হতদরিদ্র দুঃস্থ পরিবারের মাঝে ১ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন তরুণ সমাজসেবী জামাল আহমেদ ও জাহিদুল ইসলাম।
অনুদান বিতরণের সময়ে তারা জানান, মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন মানবতার কল্যাণে অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে। এ দ্বারা অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর