ঢাকা ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় ঈসরায়েলি সন্ত্রাসী কর্তৃক মুসলিম গণহত্যার প্রতিবাদে জকিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে জকিগঞ্জ ডাকবাংলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে সম্পন্ন হয়।
সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান এর পরিচালনায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফীকুর রহমান।
বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও জকিগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির অন্যতম নেতা হিফজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামিম আহমদ, সাবেক ছাত্রনেতা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান (জিয়াবাও), জকিগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা ফয়সল আহমদ।
এছাড়াও জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ঈসরায়েল সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলেন- অবিলম্বে নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে এবং পৃথীবির শ্রেষ্ট সন্ত্রাসীদের আন্তর্জাতিকভাবে বিচারের মুখামুখি করে নির্বিচারে মুসলিম গণহত্যার সুস্পষ্ট বিচার সম্পাদনা করতে হবে এসময় বক্তারা জাতিসংঘের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech