ঢাকা ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে এক নারীর কাছ থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রতারণার শিকার ওই নারীর নাম তসলিমা আক্তার মুন্নি। তিনি স্থানীয় সোনালী ব্যাংকের গ্রাহক।
তারা মুঠোফোনে কল দিয়ে ব্যাংক থেকে বলছে বলে পরিচয় দেয়। এরপর একাউন্ট হালনাগাদ করা হচ্ছে এমনটি জানিয়ে তার মোবাইলে ম্যাসেজে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিতে বলে। মুন্নি চক্রটির ফাঁদে পা দিয়ে তাৎক্ষণিক ওটিপির সঠিক ডিজিটগুলো বলে দেন। এরপর পরই তার একাউন্ট থেকে ৭৬ হাজার টাকা কেটে নেয় হ্যাকার গোষ্ঠী।
প্রতারণার বিষয়টি জানতে পেরে বুধবার (৯ এপ্রিল) বিকেলে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটের দিকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে বিদেশি একটি নম্বর দিয়ে কল করে প্রতারক চক্র। এ সময় তাকে ফোনের অপর প্রান্ত থেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্ট হালনাগাদ করার কথা বলে মুঠোফোনে যাওয়া ওটিপি নম্বরটি জানাতে বলেন।
চক্রটির ফাঁদে পড়ে তিনি ওই ওটিপি তাদের জানানোর সঙ্গেই তার অ্যাপস হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপককে জানান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech