ঢাকা ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ এর আয়োজনে ২০২৪-২৫ ঈসায়ী ১৪৪৫-৪৬ হিজরী সনের আলিম-হাফিজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল উপজেলার তেলিখাল বাজারে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ এর সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা রাসেল আহমদ এর যৌথ সঞ্চালনায় হাফিজ আশরাফ আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান।
তিনি বলেন আপনারা বৃহত্তর তেলিখাল এলাকার গর্ব, আগামী দিনের রাহবার, জাতীর কর্নধার। আপনারা সমাজে আলো ছড়াবেন, মসজিদ মাদ্রাসার পাশাপাশি বিভিন্ন স্থরে নেতৃত্ব দিবেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরটিসি গ্লোবাল স্টাডি অ্যান্ড কনসালটেন্সি এর চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা কোরআনিক হোমস স্কুলের প্রধান পরিচালক মাওলানা সদরুল আমীন, তেলিখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবির আহমদ, জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক হাজী আবু আহমদ,খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।
তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে ২০২৪-২৫ ঈসায়ী ১৪৪৫-৪৬ হিজরী সনের ২৪ জন আলিম ও হাফিজদের সংবর্ধনা প্রদান করা হয়। সভাপতি সাহেবের সমাপনি বক্তব্য ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech