ঢাকা ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
এমরান আহমদ, বড়লেখা
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি কলেজ রোড সংলগ্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘বৃক্ষবন্ধু নার্সারি’ পরিদর্শন করেছেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ফরহাদ মিয়া।
বুধবার (৯ এপ্রিল) বিকালে পরিদর্শনকালে তিনি নার্সারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এর পরিচর্যা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, এ ধরনের নার্সারি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরু হতে যাচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়। উন্নত জাতের ফলজ ও ঔষধি চারা রোপণের জন্য মানুষকে উৎসাহিত করতে নার্সারিগুলোর বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কর্মসংস্থান ও সবুজায়নের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হতে পারে।
এ সময় সজিনা পাতাসহ বিভিন্ন ঔষধি প্রজাতির চারা লাগানোর জন্য উপস্থিত ক্রেতাদের পরামর্শ দেন এবং কম দামে নিম্নমানের চারা না লাগানোর জন্য তাদের আহ্বান জানান।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল দাস ও আহমদ সাদিক চৌধুরী।
এ সময় ‘বৃক্ষবন্ধু নার্সারি’র পরিচালক আইনুল ইসলাম বলেন, জেলা কৃষি কর্মকর্তা আমাদের নার্সারিতে এসে পরিদর্শন করেছেন, এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এভাবে কর্মকর্তাগণ নিয়মিত পরিদর্শন করলে নার্সারিগুলোর কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।
বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এ সময়ে যেসব ফলজ চারা লাগানো প্রয়োজন সে বিষয়ে তিনি পরামর্শ দেন। তিনি বলেন, কিং অফ চাকাপাত আম, সূর্য ডিম আম, রেড পালমা আম, রেড আইবিরি আম, নাম ডকমাই আম, আলফান্সো আম, কিউজাই আম, ব্যানানা ম্যাংগো, কাটিমন আম, গৌরমতি আম, বারি-৪ আম, বারি-১১ আম, হাড়িভাঙ্গা আম, আম রুপালি, ভিয়েতনামি মাল্টা, বারি-১ মাল্টা, বারমাসি কাঁঠাল, থাই বারমাসি আমড়া, থাই সফেদা, থাই সরিফা, আতাফল, ডালিম, মাধবি পেয়ারা, থাই-৭ পেয়ারা, সুপার-১০ পেয়ারা, দার্জিলিং কমলা, দেশি কমলা, থাই জাম্বুরা, চায়না-৩ লিচু, জি-৯ কলা ইত্যাদি চারা রোপণ করা যেতে পারে।
উল্লেখ্য, ‘বৃক্ষবন্ধু নার্সারী’ উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপণে বেশ কয়েকবার পুরুষ্কৃত হয়েছে। এছাড়াও ২০১৮ সালে বৃক্ষ রোপণে বিভাগীয় পর্যায়ে এবং ২০১৯ সালে জাতীয় পর্যায়ে দেশসেরা পুরুষ্কারে ভূষিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech