পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রুজেল আহমেদ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রুজেল আহমেদ

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম রাইজুলের স্থলে দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান-১ মো. রুজেল আহমেদ।
সোমবার (৭ এপ্রিল ) ২০২৫ ইংরেজি তারিখে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অশেষ তালুকদার এটি নিশ্চিত করেন যে,জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান -১ মো. রুজেল আহমেদ কে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে।
উল্লেখ্য, চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম রাইজুল কর্মস্থল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত থাকায় ও ইউনিয়নের সাধারণ মানুষের কাজের সুবিধার্থে প্যানেল চেয়ারম্যান -১ মো. রুজেল আহমেদ কে দায়িত্ব প্রদান করা হয় এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের অনুরোধ করা হয়।
সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান -১ মো. রুজেল আহমেদ দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর