ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরতার প্রতিবাদে মেজরটিলায় অপরূপা সমাজ কল্যাণ যুব সংঘের বিক্ষোভ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরতার প্রতিবাদে মেজরটিলায় অপরূপা সমাজ কল্যাণ যুব সংঘের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলী বর্বর হামলা ও ব্যাপক গণহত্যার প্রতিবাদে নিপীড়িত মুসলামনদের আহবানে বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচীর সমর্থনে অপরূপা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর মেজরটিলা বাজারে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তৌহিদী জনতা মিছিল সহকারে পশ্চিম ভাটপাড়া থেকে শুরু করে আশপাশের বিভিন্ন রোড অতিক্রম করে এবং মেজরটিলা বাজারে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরতা পৃথিবীর ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। ফিলিস্তিনে মানবতার কবর রচিত হয়েছে। অনতিবিলম্ভে এই বর্বরতা বন্ধ করতে হবে। বক্তারা বিশ্বব্যাপী ইসরায়েলী পণ্য বর্জনের আহবান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন, বিশিষ্ট মুরব্বী তাজুল ইসলাম। অপরূপা সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান রেজওয়ান আহমদ ও হাফিজ মুশফিকুর রহমান মাহদীর যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন, পশ্চিম ভাটপাড়া জামে সমজিদ কমিটির সেক্রেটারী সেলিম আহমদ, জামেয়া আনওয়ারে মদিনা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুল কাইয়ূম, অপরূপা সমাজ কল্যাণ যুব সংঘের আহবায়ক জুনেদ আহমদ, আনওয়ারে মদিনা মাদরাসার শিক্ষসচিব ক্বারী মাওলানা আব্দুল মালিক, সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব, মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আবদুল মালিক (মালেক), ইসলামী তরুণ সংঘের সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, বিশিষ্ট সমাজ সেবক রউফুজ্জামান কায়সার, মো. আব্দুস সামাদ, প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ ২৪ খবর